আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তীব্র লড়াই হবে। আর লড়াইয়ের জন্য বাড়িতে রাখা কাটারিতে শান দিয়ে তৈরি রাখার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। সোমবার আউশগ্রামের রামনগরে বিজেপির সভায় হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জয় ব্যানার্জী, জেলা সভাপতি সন্দীপ নন্দী, পর্যবেক্ষক অনল বিশ্বাস প্রমুখরা।

বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে রাজ্য নেতাদের সামনেই এদিন সায়ন্তন বসু বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূলের কেউ ভোট চাইতে এলে তাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন, বাড়ি তৈরির টাকা, শৌচালয় তৈরির টাকা কোথায় গেল? অন্যদিকে, দিলীপ বাবু এদিন জানান, নোয়াপাড়া নির্বাচনে তাদের প্রার্থী মঞ্জু বসুকে রীতিমত হুমকি দেওয়া হয়েছে। তাই তিনি প্রার্থী হতে রাজী হননি। এদিনই বীরভূমে অনুব্রত মণ্ডল ব্রাহ্মণদের নিয়ে সভা করাকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় জাতপাতের রাজনীতি চলবে না। কংগ্রেসও চেষ্টা করে পারেনি।

Like Us On Facebook