যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের কারখানা বন্ধ হওয়া বা শ্রমিক কর্মচারীদের কাজ হারানোর কোন ভয় নেই। দুর্গাপুরে বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক অনুষ্ঠানে এসে ডিপিএল প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভয় দেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ডিপিএলের পঞ্চাশোর্ধ শ্রমিকদের স্বেচ্ছা-অবসর নিয়ে ভয়ের কিছু নেই। শ্রমিক স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে দাবি করে এদিন দুর্গাপুরে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের অন্যান্য জায়গায় যেমন সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম মেনে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ নিয়ে স্বেচ্ছা-অবসর হয় ঠিক সেই নিয়ম মেনেই স্বেচ্ছা-অবসর হবে ডিপিএলের শ্রমিকদের। কোন আধিকারিকের বদলি বিষয়টিও উড়িয়ে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সেই রকম কোন সম্ভাবনা নেই।
শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে রুগ্ন অবস্থা কাটাতে ডিপিএলকে চাঙা করতে ফের বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়া হবে বলে দাবি করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেববাবু বলেন, ডিপিএল পুনর্জীবনের জন্য পিডিসিএলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিপিএলের প্রোডাকশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন ও অ্যাডমিনিস্ট্রেশন, পিডিসিএল দেখবে বলে জানান এদিন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন কোক ওভেন নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে। কিন্তু কোক ওভেন নিয়ে এখনই কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।
সম্প্রতি ডিপিএল নিয়ে রাজ্য সরকারের এক নির্দেশিকাকে ঘিরে ডিপিএলের শ্রমিক ও আধিকারিকদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। ধোঁয়াশার জেরে পঞ্চাশোর্ধ শ্রমিকদের মধ্যে স্বেচ্ছা-অবসর ও আধিকারিকদের বদলি নিয়ে আতঙ্ক ছড়ায়। বুধবার বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেই ধোঁয়াশা সরিয়ে রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ নীতিকেই বুধবার শীলমোহর দেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে।
বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অনুষ্ঠানে এসে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নির্দেশ উল্লেখ করে বলেন, মন্ত্রী হলে আর দলীয় পদ আঁকড়ে ধরে রাখা যাবে না। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমি দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিতেই আইএনটিটিইউসির সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। শোভনদেববাবু অবশ্য দলীয় পদে উপদেষ্টা হিসেবে থাকার কথা দলীয় অনুষ্ঠানে উপস্থিত দলীয় কর্মীদের কাছে ঘোষণা করেন এদিন।