বুধবার বিকেলে হঠাৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্গাপুর নগর নিগম দপ্তরে চলে আসায় দুর্গাপুর নগর নিগমের কর্মীদের মধ্যে গুঞ্জন ছড়ায়। জানা গেছে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার বিকেলে ডিএমসি’তে এসে বেশ কিছুক্ষণ কাটিয়ে যান। মন্ত্রীর এই হঠাৎ পৌরসভায় চলে আসায় শিল্পাঞ্চলে বিভিন্ন সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও মন্ত্রী অরূপ বিশ্বাস সমস্ত রহস‍্যে জল ঢেলে দিয়ে মেয়রের আমন্ত্রণে চা খেতে এসেছিলাম বলে সাফাই দিলেও বিগত পুরবোর্ডের দুর্নীতি পরখ করতে ও দুর্গাপুর নগর নিগমের বর্তমান হালহকিকত জানতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক অরূপ বিশ্বাস দুর্গাপুর নগর নিগম দপ্তরে সারপ্রাইজ ভিজিটে চলে আসেন বলে অনেকে মনে করছেন।

বুধবার সকালে দুর্গাপুরের বিধাননগরের সেক্টর ২সি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলনের ব‍্যস্ততার ফাঁকে বুধবার বিকেলে হঠাৎ রাজ‍্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস দুর্গাপুর নগর নিগম দপ্তরে চলে আসেন। বেশ কিছুক্ষণ কাটিয়ে ফের সন্ধ্যায় ফিরে যান তিনি। অরূপবাবুর দাবি পুরনির্বাচনের প্রতিশ্রুতি মত খুব শীঘ্রই দুর্গাপুর মডেল শহর হবে। দুর্গাপুরকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন রাজ‍্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী।

Like Us On Facebook