দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ট্রাক চালকের। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুশুণ্ডা এলাকায়। পুলিশ ও জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণ সংস্থার লোকজন গুরুতর জখম তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানের তুষ লোড করে একটি ট্রাক এদিন বেলা ১২ টা নাগাদ মুশুণ্ডা এলাকার একটি রাইস মিল থেকে বেরিয়ে বর্ধমান গামী জাতীয় সড়কে ওঠে। কলকাতা অভিমুখে যাবার জন্য অফ রুটেই আচমকা ট্রাকটি বাঁক নেয়। সেই সময় বর্ধমান অভিমুখে চলা একটি ট্রাক সামনে এসে পড়লে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় দুটি ট্রাকের সামনের অংশ। পুলিশ আধিকারিকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তুষ বোঝাই ট্রাকের চালকের। মারাত্মক জখম হয়েছে তুষ বোঝাই ট্রাকটিতে সওয়ার থাকা এক ব্যক্তি এবং খালি ট্রাকের চালক ও খালাসি। দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাককেই পুলিশ আটক করেছে। তুষ বোঝাই ট্রাকটি ভুল পথে চলাতেই এই দুর্ঘটনা বলে পুলিশ কর্তারা জানিয়েছেন।