শুক্রবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার তৃণমূল কংগ্রেসের বিধায়ক শম্পা ধাড়া। এদিন সকালে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে ২নং জাতীয় সড়কে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, এদিন হুগলীর গুড়াপ থানার মহেশ্বরপুরের কাছে আচমকাই তাঁর গাড়ির সামনে একটি ট্র্যাক্টর এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে সভাধিপতির গাড়ি। এই ঘটনায় সভাধিপতি সহ গাড়িতে থাকা অন্যান্যরা অল্পবিস্তর আহত হন। শম্পা ধাড়া জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরই তিনি ফের কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এদিকে তাঁর এই দুর্ঘটনার খবর পেয়েই জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টু়ডু, কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ অনেকেই তাঁরা শারীরিক অবস্থার খবর নেন।