women-college-dgp2দুর্গাপুর মহিলা কলেজে তিনদিন ধরে জল সরবরাহ বন্ধ আছে। জলের লাইনে কাজ চলায় জল সরবরাহ বন্ধ আছে। এরফলে ছাত্রীরা অসুবিধার সম্মুখিন হচ্ছে।