দামোদর ব্যারেজের ক্ষতিগ্রস্ত ১ নম্বর লকগেটের মেরামতির কাজ শেষ হয়ে রবিবার দামোদর ব্যারেজ জলে পূর্ণ হলেও মাইথনের ছাড়া জলে রবিবার সারাদিনেও ব্যারেজের জলস্তর প্রয়োজনীয় ২১১ ফুটের নির্দিষ্ট মান ছুঁতে না পারার জন্য দুর্গাপুরের পাম্পিং স্টেশনগুলি চালু করতে না পারায় দুর্গাপুর শিল্পাঞ্চল রবিবারও জলশূন্য রইল।
পাম্পিং স্টেশনগুলি রবিবারও চালু করতে না পারায় দুর্গাপুরে পানীয় জলের হাহাকার চলল সপ্তাহ শেষের ছুটির দিনটিতে। দুর্গাপুর নগর নিগম, দুর্গাপুর মহকুমা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আসানসোল পৌরসভা বাড়তি পানীয় জালের ট্যাঙ্ক দিয়েও দুর্গাপুর শিল্পাঞ্চলের গৃহস্থ মানুষ থেকে কলকারখানা ও হাসপাতালের প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতে পারল না। এদিকে পানীয় জলের অসাধু চক্র এই বিপর্যয়ের সুযোগে চড়া দামে অমানবিক ভাবে বোতল বন্দি জল বিক্রি করল।
এদিকে রবিবারও যেহেতু দামোদর ব্যারেজ টেকনিক্যালি জলপূর্ণ হলনা তাই রবিবারও পরিকল্পনা মত দামোদরের ১ নম্বর লকগেট মেরামতির পর সেই জায়গায় ভাসমান গেটও লাগাতে পারল না সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, রবিবার সন্ধ্যে পর্যন্ত ব্যারেজের জলস্তর ২০৬ ফুট পর্যন্ত ওঠায় পানীয় জলের পাম্পিং স্টেশন আশা করছি সোমবার সন্ধ্যায় চালু করা সম্ভব হবে। চিন্ময় বাবু বলেন তাই দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত কর্মীদের বিষয়টি নোটিস দিয়ে জানানো হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিকের দাবি ডিএসপি কর্তৃপক্ষ প্রয়োজনীয় পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করছে। চিন্ময় বাবু বলেন এই সঙ্কটের সময় ডিএসপির সমস্ত কর্মীরা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বলেন, যে ভাবে দামোদর জলপূর্ণ হচ্ছে আশা করছি ব্যারেজের প্রয়োজনীয় জলস্তর ২১১ ফুট ভরে গিয়ে সোমবার সকালে ফের দুর্গাপুরের পাম্পিং স্টেশনগুলি চালু করা যাবে। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ (জল) পবিত্র চট্টোপাধ্যায় বলেন, আশা করছি সোমবার বিকেল নাগদ জল সরবরাহ স্বাভাবিক হবে। জানা গেছে, দুর্গাপুরের কোন কোন বেসরকারি স্কুল পানীয় জলের সঙ্কটের জন্য সোমবার ছুটি ঘোষণা করেছে।