প্রতি বছরের মত এবছরও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার পুজো দিয়ে শুরু হল পূর্ব বর্ধমান জেলার নবান্ন উৎসব। হিন্দু শাস্ত্রমতে বছরের শুরু হিসাবে অগ্রহায়ণ মাসকেই ধরা হয়। তাই বছরের শুরুতেই কুলদেবতা সহ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলাকে নতুন ধান সহ উৎপাদিত ফসল অর্পণ করার প্রথা চলে আসছে।

মন্দিরের পুরোহিত তথা মন্দিরের ট্রাষ্ট কমিটির সদস্য অরুণ কুমার ভট্টাচার্য বলেন, বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের আমল থেকেই এই প্রথা চলে আসছে। এবছর ২০০০ ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়েছে। নতুন চাল, নতুন গুড় দিয়ে পুজো দেওয়া হয়। ট্রাষ্ট কমিটির সদস্য সঞ্জয় ঘোষ জানান, একসময় এই মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ত। কিন্তু এখন গ্রামে গ্রামেই বাসিন্দারা পুজো দিয়ে নবান্ন উৎসব পালন করছেন।

Like Us On Facebook