জাতীয় সড়কে পরপর দুর্ঘটনার পর মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ দুর্গাপুরে এক প্রশাসনিক বৈঠকে এসে তাঁর উদ্বেগের কথা জানানোর ২৪ ঘন্টার মধ্যেই ফের দুর্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই মিনিবাস।

দুর্গাপুর মিনিবাস সার্ভিসের ৮বি রুটের একটি মিনিবাস দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা যাওয়ার পথে বুধবার সকালে এসবি মোড় সংলগ্ন সঞ্জীব সরণীতে বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন। কোকওভেন থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও ৫ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে এক কলেজ ছাত্রীর আঘাত গুরুতর। জানা গেছে সহেলী মণ্ডল নামের ওই ছাত্রী বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। সহেলির হাতে গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মিনিবাস উল্টে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। কোকওভেন থানার পুলিশ এসে বিষয়টি দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘এই রুটে ২ মিনিট অন্তর মিনিবাস চলায় বাসগুলি নিজেদের মধ্যে রেষারেষি করতে থাকে এবং ৮বি রুটে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিলেও বেপরোয়া মিনিবাসগুলির কোন হুঁশ নেই।’ এই ঘটনার পর মিনিবাসের চালক ও অন্যান্য কর্মীরা পলাতক। মিনিবাসটিকে পুলিশ আটক করেছে।

Like Us On Facebook