নিউ টাউনশিপ থানার অধীন মহালক্ষ্মী পার্কে গত ৬ জুন স্থানীয় মানুষের হাতে ধরা পড়েছিল মোবাইল চুরিতে অভিযুক্ত সঞ্জু সাধু খাঁ। তাঁর শাকরেদ রাহুল রায়ের সন্ধানে স্থানীয় মহালক্ষ্মী পার্কের বাড়িতে চড়াও হয়েছিলেন স্থানীয় মানুষ। সঞ্জু সাধু খাঁকে ও পরে তাঁর শাকরেদ রাহুল রায়কেও গ্রেফতার করে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ আদালত থেকে চারদিনের হেফাজতে নেয় দুই দুষ্কৃতিকে।

জানা গেছে, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামড়া বাজারের ব্যাবসায়ীর চুরি যাওয়া মোবাইল সহ মোট ৮টি মোবাইল উদ্ধার করে পুলিশ। ধৃতদের পুনরায় বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশ। জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইল গুলির মধ্যে বীরভূমের একটি মোবাইল ও মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রীর কাজ করতে আসা এক শ্রমিকের মোবাইলও রয়েছে। বাকিদের মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সঞ্জু সাধু খাঁর নামে একাধিক মামলা রয়েছে। কেবলমাত্র নিউ টাউনশিপ থানাতেই চুরি, ডাকাতি সহ অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে। ওই যুবক মাদক কারবারেও যুক্ত বলে জানা গেছে। পুলিশের অনুমান, একাধিক দুষ্কৃতি রয়েছে এই দলে, পুলিশ গোট চক্রটিকে ধরতে জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook