দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের এনআইটি সংলগ্ন বস্তির ৭৬ টি পরিবারের ঘরে পুজোর মুখে আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ সংযোগ করে দিলেন স্থানীয় কাউন্সিলর। বাড়ি বাড়ি আলো জ্বলে উঠতেই মুখে হাসি ফুটলো দীনেশ পাশোয়ান, মণি রায়, সৌমেন ও মাধব যাদবদের। স্থানীয় কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার ৩ নং বরো চেয়ারপার্সন সুস্মিতা ভুঁই গত পুরভোটের সময় এলাকার অন্ধকার সরিয়ে বাড়ি বাড়ি আলো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রাখলেন কাউন্সিলর সুস্মিতা ভুঁই।

জানা গেছে, ওই বস্তি এলাকায় ১৩০ টি বাড়ির মধ্যে প্রাথমিক ভাবে ৭৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ধাপে ধাপে ১৩০ টি বাড়িতেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ৩ নং বরো চেয়ারপার্সন সুস্মিতা ভুঁই এই প্রসঙ্গে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন। রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে। তারই অঙ্গ হিসেবে আমি স্থানীয় বস্তি এলাকায় বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিলাম। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। এর চেয়ে বেশি কিছু নয়।’

 

Like Us On Facebook