যান্ত্রিক গোলযোগের কারণে এক মাস বন্ধ থাকবে দুর্গাপুরের বীরভানপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি। দুর্গাপুরের বীরভানপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি আজ, ১১ অক্টোবর থেকে টানা একমাস বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল দুর্গাপুর নগর নিগম। কেন্দ্রীয় সরকারের ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ স্মল অ্যান্ড মিডিয়াম টাউনস’ প্রকল্পের অধীন প্রায় এক কোটি টাকা ব্যয় করে দুটি বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছিল বাম আমলে।
দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে তৈরি দু’টি চুল্লির একটি নিয়মিত ব্যবহার হলেও অন্যটি জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য স্ট্যান্ডবাই হিসাবে রাখা থাকতো। কিন্তু চুল্লি দুটিতে একটি মাত্র ব্লোয়ার ও সেকশন থাকায় প্রায়ই সমস্যা তৈরি হতো সচল রাখতে। অপরদিকে চুল্লির খুব কাছে মোটর থাকায় অতিরিক্ত তাপে চালু চুল্লির মোটরটি মাঝে মধ্যে বিকল হয়ে পড়ত বলে অভিযোগ। আজ সকালে হঠাৎই চুল্লির বৈদ্যুতিক যন্ত্রপাতিতে গোলযোগ দেখা দেওয়ায় বৈদ্যুতিক চুল্লি দু’টির ব্যাপক সংস্কারের জন্য আপাতত এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দুর্গাপুর পুরসভা। এই সময় বীরভানপুর মহাশ্মশানে কাঠ দিয়েই দাহকাজ হবে বলে জানা গেছে।