সাদা ধুতি নীল পাড় সাদা গেঞ্জি পরিহিত ঢাকির দল সঙ্গে বাঁশি বাদক জাতীয় সঙ্গীতের সুর বাজাচ্ছেন। আর দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী জাতীয় পতাকা উত্তোলন করলেন। পরাধীন ভারত থেকে স্বাধীনতা লাভের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনী তুলে ধরলেন উপস্থিত সকলের সামনে। এই ভাবেই বুধবার দুর্গাপুর মহকুমা প্রশাসনের কার্যালয়ে স্বাধীনতা দিবসের পালনের সূচনা করা হল।

মহকুমাশাসক এদিন দুর্গাপুর প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। দুর্গাপুর মহকুমা কার্যালয়ের মতো দুর্গাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কল-কারখানা সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কার্যালয়ে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবসে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে মানুষের মধ্যে কার্যত উৎসবের আমেজ তৈরি হয়।






Like Us On Facebook