মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। রাজ্যের বিভিন্ন স্কুলের সঙ্গে দুর্গাপুরেও কন্যাশ্রীর সাফল্য তুলে ধরে বিভিন্ন স্কুলে কন্যাশ্রীর বর্ষপূর্তি পালন করা হচ্ছে। শনিবার দুর্গাপুরের আরই মডেল স্কুলে কন্যাশ্রী প্রকল্পের ষষ্ঠ বর্ষ উদযাপন অনুষ্ঠানের সাড়ম্বরে সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি ও দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী, দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী, দুর্গাপুর পুরসভার শিক্ষা অধিকর্তা সহ শিক্ষা জগতের বিশিষ্ট জনেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে কন্যাশ্রীর সাফল্য তুলে ধরেন। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি বলেন, ‘কন্যাশ্রী আজ বিশ্বশ্রী। বিশ্বের কাছে এই প্রকল্প আজ পথ দেখাচ্ছে।’ রাজ্যের ছাত্রীদের উন্নয়নে এই প্রকল্প চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। এদিন পড়ুয়াদের মধ্যে ক্যইজ প্রতিযোগিতা, কন্যাশ্রীর রচনা, বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে ১৪ আগস্ট কন্যাশ্রী প্রকল্পের ষষ্ঠ বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে।

Like Us On Facebook