অবৈধ বালি পাচার বন্ধ সহ পরিবহণ দপ্তরের নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে শুক্রবার পরিবহণ দপ্তর আটক করল ৬০টি ট্রেকার এবং ৩টি বালি বোঝাই ট্রাক। এদিন অতিরিক্ত জেলা শাসক (পরিবহণ) নিখিল নির্মল এবং জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক আব্রার আলমের নেতৃত্বে জামালপুর সহ দক্ষিণ দামোদরের বিভিন্ন সড়ক পথে অভিযান চালানো হয়। অতিরিক্ত যাত্রী পরিবহণকারী সঠিক ফিটনেস না থাকা ৬০ টি ট্রেকার এবং তিনটি বালি বোঝাই ট্রাক এদিন আটক করেন প্রশাসনিক কর্তারা।
অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন, এদিনের বিশেষ অভিযানে ৬০ টি ট্রেকার ধরা হয়েছে। ট্রেকারে ৯ জনের অতিরিক্ত যাত্রী চাপানো বেআইনি। কিন্তু তা সত্বেও ট্রেকারগুলির ছাদে ও পাশের পাদানিতে অতিরিক্ত যাত্রী চাপিয়েছিল। ট্রেকার গুলির ফিটনেস খারাপ ধরা পড়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহণের জন্য আইন মেনে জরিমানা দিতে হবে ট্রেকারগুলিকে। পাশাপাশি অতিরিক্ত জেলা শাসক বলেন অবৈধ বালি কারবার বন্ধেও এদিন থেকে অভিযান জোরদার করা হয়েছে। শুক্রবারে ধরা হয়েছে তিনটি বালি বোঝাই ট্রাক।