বর্ধমানের মাধবিডিহি থানার নেওর গ্রামে দুই আদিবাসী বয়স্ক ভাই-বোনকে ডাইনী অপবাদে পিটিয়ে খুন করার ঘটনার প্রায় ৪৮ঘণ্টার মাথায় পুলিশ আটক করল ৫০জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকেই একটু একটু করে পুলিশ ওই গ্রামে ঢোকার চেষ্টা করতে থাকেন। যেহেতু গ্রামের আদিবাসী সমাজ বহিরাগতদের গ্রামে ঢোকার ক্ষেত্রে রীতিমত নিরাপত্তা বলয় তৈরী করেছিল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশও এব্যাপারে সংযম দেখায়। নানাভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ঘটনায় যুক্ত এবং এফআইআরে নাম থাকাদের আত্মসমপর্ণ করার চেষ্টা চালায়। কিন্তু কোনোভাবেই তাতে সাড়া না মেলায় বুধবার দুপুর থেকে অপারেশনের কৌশল বদল করে মাধবডিহি থানার পুলিশ। এদিন সন্ধ্যা নাগাদ আচমকাই গোটা গ্রামে ঘিরে ফেলে অপারেশন চালায় পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৫০জনকে আটক করা হয়েছে। জানা গেছে, বাকিদের খোঁজে পুলিশ গোটা এলাকায় চিরুণি তল্লাশি শুরু করেছে।

Like Us On Facebook