.

কাঁকসায় মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় কাঁকসা থানার পুলিশ আরও দু’জন মহিলাকে গ্রেফতার করল। এই নিয়ে মোট ৪ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ মে কাঁকসার বনকটি এলাকায় বিএসএনএলের মোবাইলের টাওয়ার রুম থেকে মূল্যবান যন্ত্রাংশ ও ব্যাটারি চুরির ঘটনায় স্থানীয়রা দুই মহিলাকে হাতেনাতে ধরেন। ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার ছড়ায়।। কাঁকসা থানার পুলিশ দুই মহিলা চোরকে আটক করে নিয়ে আসে কাঁকসা থানায়। তাঁদের জিজ্ঞাসাবাদের পর কাঁকসা থানার পুলিশ চুরির ঘটনায় জড়িত থাকায় আরও দুই মহিলাকে গ্রেফতার করে। মঙ্গলবার ওই চুরির ঘটনায় ৪ জন মহিলাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে পুলিশ।

Like Us On Facebook