আজ বিশ্ব দুগ্ধ দিবস। এই বিশেষ দিনে হাসপাতালে ভর্তি করোনা রোগীদের গরম দুধ সরবরাহের উদ্যোগ নিল এক সামাজিক সংগঠন। আজ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত মানুষেরা যে ওয়ার্ডে ভর্তি আছেন তাঁদের কাছে এক গ্লাস করে গরম দুধ পৌঁছে দেওয়া হবে। বর্ধমানের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘বর্ধমান ওয়েভ’-এর উদ্যোগে এই কর্মসূচির সূচনা হল আজ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মিল্ক ওয়েভ’।

এই প্রকল্পের সূচনা উপলক্ষে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি সুপার ডা. কুণালকান্তি দে, ডা. শৈলেন প্রামাণিক, ডাঃ. কৌস্তভ নায়েক, ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, সম্পাদক অনির্বাণ হাজরা সহ আন্যান্যরা। বড়শুলের দুগ্ধ সমবায়ের পক্ষে পিন্টু ঘোষ ও সমাজসেবী পল্লব দাস, শিক্ষক জয়ন্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী।

পিন্টু ঘোষ জানান, এই প্রকল্পে তাঁরা দশদিন দুধ পৌঁছে দেবেন। সংস্থার সম্পাদক অনির্বাণ হাজরা জানিয়েছেন, তাঁরা সারা বছর নানান কর্মসূচি পালন করে আসছেন। বর্ধমানের মানুষের আশীর্বাদ পেলে তাঁরা আরও ভাল কাজ করতে পারবেন। হাসপাতালের ডেপুটি সুপার কুণালকান্তি দে জানান, এই প্রকল্পে এগিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে অভিনন্দন।

Like Us On Facebook