দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে দুর্গাপুরে অক্সিজেন সুবিধাযুক্ত ২০০ বেডের কোভিড কেয়ার ইউনিট চালু হল। দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন সিআইএসএফ ব্যারাকে তৈরি হয়েছে ২০০ শয্যা বিশিষ্ট এই কোভিড কেয়ার ইউনিট। আনুষ্ঠানিক ভাবে সোমবার ভার্চুয়ালি উদ্বোধন করেন দেশের ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্গাপুর ইস্পাত কারখানার পক্ষ থেকে এই হাসপাতাল ভবন ছাড়াও অক্সিজেন বেড সহ পরিকাঠামোগত সমস্ত সুবিধা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ওষুধপত্র জোগান দেওয়া হবে বলে জানা গেছে।

করোনার তৃতীয় তরঙ্গের আগে প্রস্তুত থাকতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত সেইলের পাঁচটি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ প্রতি বেডে অক্সিজেন সুবিধাযুক্ত প্রায় তিন হাজার বেড প্রস্তুত করছে। এই রাজ্যের দুর্গাপুর ও বার্ণপুরে এক হাজার বেড প্রস্তুত করা হচ্ছে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেডিক্যাল) ডা. কে এন ঠাকুর জানিয়েছেন, পরিকাঠামোর সঙ্গে সঙ্গে জল ও বিদ্যুৎ সরবরাহ করবে সেইল। রাজ্য সরকার কেবল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও ওষুধপত্রের জোগান দেবে।

Like Us On Facebook