.

পুজোর আগে হঠাৎ দুর্গাপুরে চুরি, ছিনতাই, কেপমারির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মোবাইল চুরি থেকে হার ছিনতাই বা গাড়ির কাচ ভেঙে ব্যাগ চুরি সহ কেপমারির বিভিন্ন অভিযোগ পেয়ে দুর্গাপুর পুলিশ তাই চোর, ছিনতাইবাজদের ধরতে শহর জুড়ে জোর তৎপরতা শুরু করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ চার মোবাইল চোরকে বামাল ধরে। ধৃতদের কাছ থেকে পাঁচটি ব্র্যান্ডেড মোবাইল উদ্ধার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতদের জেরা করে আসল মাথাদের ধরতে দুর্গাপুর থানায় আনা হয় এবং শুক্রবার সকালে ধৃত চার মোবাইল চোরকে পুলিশ নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।

Like Us On Facebook