ফের দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ ভেঙে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা ব্যাগ হাতিয়ে চম্পট দিল। সেই দৃশ্য সিসি ক্যামেরায় বন্দিও হল। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দুষ্কৃতী ধরতে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর পুরসভার সামনে। গাড়ির মালিক শিব প্রসাদ গুপ্তা বলেন, ‘আমি পরসভার উল্টো দিকে গাড়ি পার্ক করে কিছুক্ষণ পর ফিরে এসে দেখি আমার গাড়ির কাঁচ ভেঙে দুষ্কৃতীরা গাড়ির পিছনের সিটে রাখা ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে।’ শিব প্রসাদবাবু বলেন, ‘ব্যাগে নগদ পাঁচ হাজার টাকা, বিভিন্ন ব্যাঙ্কের চেক বই, এটিএম কার্ড, প্যান কার্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনার বিষয় জানিয়ে আমি সিটি সেন্টার ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি।’

জানা গেছে, দুর্গাপুর পুরসভার সিসি ক্যামেরায় দেখা গেছে দাঁড়িয়ে থাকা গাড়িটির সামনে কয়েকজন পুরুষ ও মহিলা ঘোরাঘুরি করছে। তারপর এক ব্যক্তি গাড়ির কাচ ভেঙে গাড়ির ভিতর থেকে ব্যাগ বের করে চম্পট দিচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গত বছর সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় একই কায়দায় গাড়ির কাচ ভেঙে ব্যাগ ছিনতাই হয়েছিল। গত বছর পুজোর কয়েকদিন আগে একই কায়দায় সিটি সেন্টারে দাঁড় করিয়ে রাখা সিপিএম নেতা বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তীর গাড়ি থেকে ব্যাগ ও গুরুতর কাগজপত্র চুরি হয়েছিল। পুজোর মুখে ফের দুর্গাপুরের বিভিন্ন এলাকায় চুরি, কেপমারির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন মানুষজন।

ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে চোর

Like Us On Facebook