আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো। প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। বিশ্বকর্মা মূর্তির রঙ করার কাজ চলছে। আর এরই মাঝে রাতের অন্ধকারে এক প্রতিমা শিল্পীর ওয়ার্কশপে ঢুকে দুষ্কৃতীরা ভেঙে দিল ৩৩ টি বিশ্বকর্মা মূর্তি। মাথায় হাত পড়েছে প্রতিমা শিল্পী দুই ভাই গৌতম পণ্ডিত ও চন্দন পণ্ডিতের। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার বলে দাবি দুই শিল্পীর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের আড়া মোড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
শিল্পী চন্দন পণ্ডিত বলেন, ‘এবার আমরা ৮০টি বিশ্বকর্মা মূর্তির বরাত পেয়েছিলাম। ১০০টি মূর্তি তৈরি করছিলাম। রবিবার মাঝরাত পর্যন্ত আমরা রঙের কাজ করেছি। সোমবার সকালে কারখানা খুলতে এসে দেখি কে বা কারা ৩৩টি মূর্তি ভেঙে দিয়েছে। দীর্ঘদিন ধরে আমারা সুনামের সঙ্গে কাজ করে আসছি। দুষ্কৃতীদের তাণ্ডবে একদিকে যেমন আর্থিক ক্ষতি হয়েছে, অন্যদিকে যাঁরা আমাদের কাছে বিশ্বকর্মা মূর্তির অর্ডার দিয়েছিলেন তাঁদের কিভাবে মূর্তি সরবরাহ করব সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছি। নিজেদের সুনাম অক্ষুন্ন রাখতে আমরা আশপাশের শিল্পীদের কাছ থেকে বিশ্বকর্মা মূর্তি কিনে যে সব ক্রেতা আমাদের বরাত দিয়েছিলেন তাঁদের হাতে মূর্তি তুলে দেওয়ার কথা ভাবছি।’ চন্দনবাবু আরও বলেন, ‘ঘটনার কথা জানিয়ে আমরা বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছি। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে।’ প্রাথমিকভাবে ব্যাবসায়িক শত্রুতা থেকেই কেউ এই কাজ করছে বলে অনুমান স্থানীয়দের।