করোনা মুক্ত হয়ে সোমবার সনাকা কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দুর্গাপুরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। ২৬ জুন দুর্গাপুরের এই ডেপুটি ম্যাজিস্ট্রেটের করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাঁকে দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা শুরু হয় সনাকা কোভিড হাসপাতালে। দু’দফা করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর সোমবার ২৯ জুন ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুববাকে সনাকা কোভিড হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। সনাকা কোভিড হাসপাতাল থেকে ছুটির পর দুর্গাপুরের এই ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয় সুববা বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলাম। করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সনাকা কোভিড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় আমি সুস্থ হয়ে উঠলাম। স্বাস্থ্য বিধি মেনেই কয়েক দিন বিশ্রামের পর ফের আমি আগের মতই প্রশাসনিক কাজে যোগদান করবো।’
এদিকে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক কার্যালয়ের আরও তিন কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাঁদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘মঙ্গলবার থেকে দুর্গাপুর মহকুমা কার্যালয় খোলার বিষয়টি আপাতত স্থগিত রাখা হল। মহকুমা কার্যালয় কবে খোলা হবে তা পরে জানানো হবে। আপাতত দুর্গাপুর মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম সব অনলাইনে করা হবে।’