সরকারি ছাপ মারা রেশনের জন্য বরাদ্দ খাদ্যশস্যের বস্তা দোকানদারের গোডাউনে মজুত হতে দেখে স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে শনিবার উত্তাল হল দুর্গাপুরের ১৩ নং ওয়ার্ড এলাকা। খবর পেয়ে ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ ও স্থানীয় কাউন্সিল ধর্মেন্দ্র যাদব ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় কাউন্সিলর পুলিশি তদন্ত করে রেশন ডিলারের লাইসেন্স বাতিল করার দাবি জানান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রেশন ডিলার ও দোকানের মালিক সহ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

জানা গেছে, শনিবার সকালে দুর্গাপুরের মেনগেট এলাকায় রাজলক্ষী এন্টারপ্রাইজ নামের একটি দোকানের গোডাউনে এফসিআই স্টাম্প দেওয়া খাদ্যশস্যের বস্তা গাড়ি থেকে দোকানের গোডাউনে মজুত করতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। কোতুহলী স্থানীয় মানুষ দোকানদারকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে দোকানদার খোলসা করে কিছু বলতে না চাইলেও পরবর্তী সময়ে কার্যত স্থানীয় মানুষের চাপে পড়ে গোপাল মাঠের একটি রেশন দোকান থেকে খাদ্য শসের বস্তাগুলি যে আনা হচ্ছে তা জানান। এই দুঃসময়ে রেশনের জন্য বরাদ্দ খাদ্যশস্য খোলা বাজারে পাচার করার অভিযোগ তুলে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কাউন্সিল ধর্মেন্দ্র যাদব ঘটনাস্থলে ছুটে আসেন। এবং অভিযুক্ত দু’জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে যায়। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা জানান, এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। খাদ্যশস্য নিয়ে আসা পিক-আপ ভ্যানটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Like Us On Facebook