লকডাউনের জেরে এক মাসের উপর স্কুল বন্ধ। স্কুল পড়ুয়া কচিকাঁচারাও বড়দের সঙ্গে গৃহবন্দি। খেলাধুলো সব শিকেয় উঠছে করোনা আতঙ্কে। বড়দের সঙ্গে বাচ্চাদেরও দম বন্ধ অবস্থা। শনিবার সকালে দুর্গাপুরের স্টিল টাউনশিপের জেসি বোস বস্তির গৃহবন্দি কচিকাঁচাদের ক্ষণিকের আনন্দ দিতে স্থানীয় কাউন্সিলর ধৃতি ব্যানার্জী ছোটদের জনপ্রিয় কার্টুন সিরিজ মোটু-পাতলুর গ্রাম ফুরফুরি নগরের আবহ তৈরি করেন।
সেই ফুরফুরি নগরে ছোটদের সঙ্গে হাজির ছিল মোটু-পাতলুও। নিজেদের স্টাইলে ছোটদের আনন্দ দেওয়ার পাশাপাশি ছোটদের মুখে মাস্ক পরিয়ে দেয় মোটু-পাতলু। বিভিন্ন আঙ্গিকে মোটু-পাতলুর সঙ্গে কচিকাঁচারা আনন্দ উপভোগ করে। এদিন কচিকাঁচাদের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন কাউন্সিলর ধৃতি ব্যানার্জী। কাউন্সিলর ধৃতি ব্যানার্জীর দাবি স্বাস্থ্যবিধি মেনে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখেই শনিবার গৃহবন্দি কচিকাঁচাদের ক্ষণিকের আনন্দ দেওয়ার জন্য আমরা ছোট্ট এক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বাচ্চারা তাদের প্রিয় চরিত্র মোটু-পাতলুকে কাছে পেয়ে অল্প সময়ের জন্য হলেও মন খুলে আনন্দ করেছে।