করোনা মোকাবিলায় আজ রাজ্যে সাপ্তাহিক লকডাউনে বিধি ভাঙার অপরাধে পশ্চিম বর্ধমানে পুলিশ ২৪২ জনকে গ্রেফতার করল। শুক্রবার সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউন সকাল থেকেই অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া রাস্তাঘাট দোকান-বাজার জনশূন্য ছিল। কিন্তু এদিন সকালে পশ্চিম বর্ধমানে কিছু এলাকায় বিভিন্ন ছোট দোকানদারদের দোকান খুলতে দেখা যায়। পুলিশি তৎপরতায় পরে সেই সব দোকান বন্ধ করে দেওয়া হয়। এদিন সকাল থেকেই লকডাউন সফল করতে জেলা জুড়ে পুলিশ ছিল যথেষ্ট তৎপর।

জানা গেছে, দুর্গাপুরের শিল্প তালুকের অঙ্গদপুর রাতুড়িয়া এলাকায় লকডাউন চলাকালীন শুক্রবার সকালে বেশকিছু ছোট দোকানদার দোকান খোলেন। খবর পেয়ে পুলিশ আচমকা অভিযান চালিয়ে অঙ্গদপুর রাতুড়িয়া এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে। একই ভাবে দুর্গাপুরের দামোদর ব্যারেজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল থেকে মাছের দোকান সহ খাবারের ছোট দোকান বসে। খবর পেয়ে কোক ওভেন থানা এবং বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ জেলার দুই দিক থেকে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দোকানদারকে আটক করে।

এদিন সকাল থেকেই পানাগড় বাজারের সমস্ত দোকান বাজার ও হাট বন্ধ ছিল। জরুরি পরিষেবার আওতায় থাকা দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ ছিল। সকাল থেকেই প্রতিটি রাস্তার মোড়ে কাঁকসা থানার পুলিশ কড়া নজরদারি চালায়। মাস্ক ছাড়া যারা বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন বা লকডাউন অমান্য করে যারা রাস্তায় বের হন তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর ছাড়া হয়, পাশাপাশি অনেক মানুষকেই বাড়ি পাঠানো হয় এদিন। এছাড়াও প্রতিটি এলাকায় চলে পুলিশের টহল, পাড়ার মোড়ে কোথাও মানুষের ভিড় দেখলে তাঁদের বাড়ি পাঠান পুলিশ কর্মীরা। লকডাউন মানার জন্য চলে মাইকে প্রচার। এদিন পানাগড় বাজারের চৌমাথা মোড়ে দুপুর ১২টা থেকে নাকা চেকিং শুরু করে কাঁকসা থানার পুলিশ।



Like Us On Facebook