প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে ফের অধীর চৌধুরীকে কংগ্রেস হাইকমাণ্ড মনোনীত করার ঘটনায় উচ্ছ্বাসে ফেটে পড়ল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কর্মী, নেতৃত্ব। বুধবার রাতেই অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি হওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার সকালে জেলা কংগ্রেস ভবনে সবুজ আবির নিয়ে অকাল হোলিতে মাতলেন কংগ্রেস কর্মীরা। খাওয়ানো হল মিষ্টিও। উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য অভিজিত ভট্টাচার্য, জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ।

এদিন গৌরব সমাদ্দার জানিয়েছেন, সামনেই বিধানসভা ভোট। এই অবস্থায় সোমেনবাবুর মৃত্যুতে রীতিমত অভিভাবকহীন হয়ে পড়েছিল শতবর্ষের এই দলটি। ফের লড়াকু নেতা হিসাবে অধীরবাবুকেই দিল্লি মনোনীত করায় আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস নতুন করে অক্সিজেন পাবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, অধীরবাবু প্রদেশ সভাপতি হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের সঙ্গে কংগ্রেসের লড়াইও তুঙ্গে উঠবে বলে তাঁরা আশা করছেন। সেক্ষেত্রে নির্বাচন সমঝোতার সম্ভাবনা কতটা থাকছে এবং জেলা কংগ্রেস নেতা কর্মীরা তা মানবেন কতটা তা নিয়ে গৌরববাবু জানিয়েছেন, অধীরবাবু চেয়ারে বসুন। দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করার পরই পরবর্তী পরিস্থিতি জানা যাবে। তবে তাঁরা আশা করছেন কংগ্রেস কর্মীরা মাথা উঁচু করেই সম্মানের সঙ্গে ভোটের ময়দানে নামতে পারবেন।

Like Us On Facebook