কাঁকসার আদিবাসী অধ্যুষিত ঝিনুকগোড় গ্রামের ২১১ জন কট্টর বাম কর্মী রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়ের হাত ধরে রবিবার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শিবির বদল করলেন। এদিন স্থানীয় ক্লাবগুলির মধ্যে একদিনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং ১০০ জন গ্রামবাসীকে বস্ত্র বিতরণ করা হয়।
প্রভাতবাবু শাসক দলের কাঁকসার দায়িত্বপ্রাপ্ত নেতা। রবিবার এক অনুষ্ঠানে প্রভাত চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন এক সময়ের কট্টর বামপন্থী যুবক সোম মূর্মূ, ভরত মূর্মূরা। শিবির বদল করে সোম মূর্মূ ভরত মূর্মূরা বলেন, ‘আমরা কট্টর বামপন্থী ছিলাম। কিন্তু বাম আমলে আমাদের গ্রামে আলোর ব্যবস্থা হয়নি। রাস্তাঘাট হয়নি। অনুন্নয়ন রয়ে গেছে আমাদের গ্রামে। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে দল বদল করলাম।’
দলবদলের কান্ডারী প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘আমি কাঁকসার দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি আদিবাসী অধ্যুষিত গ্রাম ঝিনুকগোড় গ্রামে কোন উন্নয়ন পৌঁছয়নি। বেহাল রাস্তা। রাস্তায় আলোর ব্যবস্থা নেই। জীবন ধারণের কোন সুবিধা নেই ঝিনুকগোড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে উন্নয়ন করছেন। অথচ দুর্গাপুরের কাঁকসার আদিবাসী অধ্যুষিত গ্রাম ঝিনুকগোড়ে উন্নয়ন পৌঁছায়নি। আমরা স্থানীয় মানুষের দাবি মেনে ঝিনুকগোড় গ্রামের উন্নয়ন করতে চাই।