.
ব্যাঙ্কিং ক্ষেত্রের ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের ডাকে দেশ ব্যাপী দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট চলছে। ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে সোম ও মঙ্গলবার দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়ল দুর্গাপুরেও। ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির ডাকে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটে সোমবার সকাল থেকে দুর্গাপুরের ব্যাঙ্কগুলির সামনে কর্মী ও আধিকারিকরা বিক্ষোভে সামিল হন। ব্যাঙ্ক কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা ধর্মঘট করছি। ধর্মঘটী সংগঠনের নেতা সুব্রত কুমার সিনহা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিতে রাষ্ট্রায়ত্ত বাঙ্কগুলি আজ বেসরকারিকরণের পথে। আমরা কোন অবস্থায় রাষ্ট্রীয় বাঙ্কগুলির বেসরকারিকরণ করতে দেব না। এই দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘট করার পরও যদি সরকারের টনক না নড়ে, তাহলে ভবিষ্যতে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করব এবং বন্ধ করে দেব সমস্ত ব্যাঙ্ক পরিষেবা।