দুর্গাপুরের কোভিড হাসপাতাল থেকে দুই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে শনিবার বাড়ি ফিরলেন। তাঁদের করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর হাসপাতাল থেকে চিকিৎসকরা শনিবার ছুটি দেন। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা এই খবর জানান।
জানা গেছে, দু’জনই পঞ্চাশোর্ধ মহিলা। আসানসোলের বাসিন্দা। ১৩ এপ্রিল করোনা পজেটিভ রিপোর্ট আসে এই দু’জনের। ১৫ এপ্রিল দু’জনকে নিয়ে এসে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ওই দুই রোগী। শনিবার দুই রোগীর সুস্থ হয়ে ওঠার খবরে পশ্চিম বর্ধমান জেলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। জানা গেছে, এর আগে আর এক কোভিড পজেটিভ রোগী দুর্গাপুরের করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
Like Us On Facebook