মাস খানেক ধরে চলছে লকডাউন। আর এই লকডাউনে পানাগড়ের বাসিন্দা ক্যানসার আক্রান্ত পঞ্চাশোর্ধ মালেকা বিবির চিকিৎসা কার্যত শিকেয় উঠেছে। একদিকে আর্থিক অনটন, অন্যদিকে লকডাউনে যানবাহনের অভাবে সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় চিকিৎসা থেকে মালেকা বিবি বঞ্চিত হচ্ছিলেন বলে জানা গেছে।

মালেকা বিবি নিজে বাঁচার আর্জি নিয়ে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে লকডাউনের মধ্যেই কার্যত মানুষের দুয়োরে দুয়োরে ঘোরেন বলে জানা গেছে। এই খবর শোনার পর মালেকা বিবির চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন রাজবাঁধের তেল ডিপোর এক ট্যাঙ্কার চালক দিলীপ বাউরি, এক স্বাস্থ্যকর্মী বাদল মেটে ও এক খবরের কাগজের হকার নিতাই চন্দ্র দাস।

স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ নিখরচায় তাঁর নিজস্ব গাড়িটি দিলেন। ট্যাঙ্কার চালক‌ কাঁধে নিলেন গাড়ির তেল ও গাড়ি চালানোর ভার আর আর্থিক সহায়তা করলেন খবরের কাগজের হকার। তিন মূর্তি পাশে দাঁড়ানোয় যেন প্রাণ ফিরে পেয়ে হাসি ফোটে মালেকা বিবির মুখে। কাঁকসা থানার পুলিশ ও স্থানীয় বিডিও মালেকা বিবির চিকিৎসার জন্য বর্ধমান যাওয়ার অনুমতি পত্র দিয়েছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে মালেকা বিবি সোমবার বর্ধমানের অনাময় হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন বলে জানা গেছে।

Like Us On Facebook