শিল্পনগরীর বাসিন্দাদের জন্য দুর্গাপুর নগরনিগমের উদ্যোগে চালু হল ওয়াটার এটিএম। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ১৬টি ওয়াটার এটিএমের উদ্বোধন করলেন মেয়র দিলীপ অগস্তি। শুক্রবার সিটি সেন্টার এলাকার একটি ওয়াটার এটিএম থেকে মেয়র সবগুলি এটিএমের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলদফতরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী সহ অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলররা। এই ওয়াটার এটিএম গুলি থেকে ৫০০ মিলিলিটার থেকে ২০ লিটার পর্যন্ত পরিস্রুত পানীয় জল স্বপ্লমূল্যে পাওয়া যাবে।

জানা গেছে, ৫০০ মিলিলিটার পরিস্রুত পানীয় জল ১ টাকায় এবং ১ লিটার জল ২ টাকায় পাওয়া যাবে। এছাড়াও ১০, ২০ ও ৪০ টাকায় মিলবে যথাক্রমে ৫, ১০ ও ২০ লিটার পরিস্রুত পানীয় জল। ৫০০ এমএল ও ১ লিটার জল কয়েন দিয়েই নেওয়া যাবে। ৫, ১০ ও ২০ লিটার পরিস্রুত পানীয় জল নিতে হলে পুরসভা থেকে ওয়াটার এটিএম কার্ড করাতে হবে। সেই কার্ডের টাকা শেষ হয়ে গেল জল দফতর থেকে ফের কার্ড পুর্ননবীকরণ করা যাবে। জানা গেছে, প্রতিটি ওয়াটার এটিএম তৈরিতে প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ হয়েছে। একটি সংস্থাকে ওয়াটার এটিএম গুলির দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে। ওয়াটার এটিএমগুলি বসানো হয়েছে সিটি সেন্টার বাসস্ট্যান্ড ও বিগ বাজারের কাছে, গান্ধী মোড়, কাইজার মোড়, প্রান্তিকা, গোপালমাঠ, বীরভানপুর মহাশ্মশান, হাডকো মোড়, ভিড়িঙ্গী মোড়, দুর্গাপুর মহকুমা হাসপাতাল, মিশন হাসপাতালের কাছে, বিধাননগরের ব্যাঙ্ক কলোনি, ডিএসপি হাসপাতাল বাস স্ট্যান্ড, মুচিপাড়া, অঙ্গদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ইএসআই হাসপাতালের কাছে।


Like Us On Facebook