করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে রাজ্য সরকারের দেওয়া নির্দিষ্ট নির্দেশকা সম্বলিত প্রচার শুরু করল দুর্গাপুর পুরসভা। শনিবার সকাল থেকে দুর্গাপুর পুরসভার ২ নং বরো অফিস সংলগ্ন এলাকা সহ ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দেওয়ালে পোস্টার সাঁটাতে দেখা গেল পুরসভার কর্মীদের।

করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি বিষয়ক সতর্কতামূলক প্রচার পোস্টারে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে কি করবেন এবং কি করবেন না তাও সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে এই সতর্কতামূলক প্রচার পোস্টারে। এখানে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করতে সাবান-জল বা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাঁচি-কাশি হলে হাতের উপরের অংশ দিয়ে নাক-মুখ চেপে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, এছাড়াও হাঁচি-কাশির সময় রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহৃত টিস্যু পেপার ময়লা ফেলার জায়গায় ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সতর্কতা হিসেবে ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকের কাছে পরামর্শ নিতে গেলে মাস্ক ব্যবহার এবং একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বোপরি অসুস্থ বোধ করলে বাড়ির মধ্যে একটি ঘরে সকলের থেকে দূরত্ব বজায় রেখে ১৪ দিন একান্তে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এই সতর্কতামূলক প্রচার পোস্টারে। তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে কি করবেন না তারও পরামর্শ দেওয়া হয়েছে এই পোস্টারে। বলা হয়েছে সর্দি, কাশি হলে অপরের কাছে যাবেন না। দূরত্ব বজায় রাখুন। নিজের নাক-মুখ-চোখ স্পর্শ করবেন না। এবং প্রকাশ্য থুথু ফেলবেন না।

দুর্গাপুর পুরসভা করোনা ভাইরাস মোকাবিলায় সতর্কতা অবলম্বন করতে এখনও ব্যাপকভাবে প্রচার শুরু না করলেও রাজ্য সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতামূলক প্রচার পোস্টার লাগানোর কাজ শুরু করেছে। তবে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখনও সেভাবে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রচার করতে তৎপরতা চোখে পড়েনি দুর্গাপুরে। সতর্কতা ব্যবস্থা নিতে স্কুল কলেজেও সেভাবে কোন বার্তা পাঠানোর নির্দেশ দেয় নি মহকুমা প্রশাসন বলে জানা গেছে। এই বিষয়ে প্রশ্ন করলে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘আমাদের কাছে রাজ্য সরকারের দেওয়া নির্দেশ এলেই আমরা সেই নির্দেশ সমস্ত জায়গায় সঙ্গে সঙ্গে বন্টন করে দেব।’

করোনা ভাইরাস মোকাবিলায় এদিন দুর্গাপুরের বেনাচিতি রায়পাড়া মিলন সংঘের উদ্যোগে বিনামূল্যে মাস্ক দেওয়া হয় প্রায় ২০০০ মানুষকে। দুর্গাপুরে করোনা ভাইরাসের কোন আতঙ্ক না ছড়ালেও আগাম প্রতিরোধের জন্যই এই মাস্ক বিতরণ বলে জানান স্থানীয় বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। এই মাস্ক বিতরণ অনুষ্ঠানে মাস্ক সংগ্রহ করতে স্থানীয় মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।


Like Us On Facebook