গোপন সূত্রে খবর পেয়ে দীপাবলির রাতে দুর্গাপুরের বেনাচিতির ঘোষ মার্কেটে বসা জুয়ার আসর থেকে দুর্গাপুর পুলিশ ১৩ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত ধৃতদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
জানা গেছে, জুয়ার আসর থেকে এদিন ৫৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। কালীপুজোর দিন দুর্গাপুরের স্টিল টাউনশিপ বিদ্যাপতি থেকে পুলিশ একই ভাবে ১৬ জনকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, গতকাল রাতে দুর্গাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক অজয় ধীবরকেও পুলিশ বেনাচিতির জুয়ার আসর থেকে গ্রেফতার করে। ২৭ সেপ্টেম্বর লাউদোহা থানার পুলিশ অজয় ধীবরকে জুয়ার আসর থেকে আটক করেছিল কিন্তু অজয় ধীবর থানা থেকে সেবার জামিন পেয়ে যান। সেই ঘটনার পর দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে অজয় ধীবরকে ২ নং ব্লক সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয় শাসক দল বলে দাবি করেন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বিশ্বাস। কিন্তু ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটনোয় দল ফের অস্বস্তিতে পড়ে গেল।