মাওবাদীদের পাতা ল্যাণ্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল বর্ধমানবাসী এক সিআইএসএফ জওয়ানের। মৃতের নাম দীনাঙ্কর মুখোপাধ্যায় (৫৩)। তিনি সিআইএসএফের জওয়ান হিসাবে ছত্তিশগড়র দান্তেওয়াড়ায় ভোটের ডিউটি করতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে মেসের বাজার করে ফেরার পথে ল্যাণ্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারান। তাঁর সঙ্গে আরও ৪ জন সাধারণ নাগরিক মারা গেছেন বলে জানা গেছে।

এদিকে, সিআইএসএফের এই জওয়ানের মৃত্যুর খবর বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ এসে পৌঁছায় বর্ধমানের ৩ নং ইছলাবাদের ঘোষপাড়ার মুখোপাধ্যায় বাড়িতে। গোটা পরিবার সহ এলাকার মানুষ এই ঘটনায় রীতিমত শোকস্তব্ধ। মৃত জওয়ানের স্ত্রী মিতা মুখোপাধ্যায় এবং এক ছেলে একাদশ শ্রেণির ছাত্র দেবজিত মুখোপাধ্যায় রীতিমত শোকে পাথর হয়ে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীনাঙ্কর মুখোপাধ্যায় সেনাবাহিনীতে চাকরি জীবন শুরু করেছিলেন ভারতীয় বিমান বাহিনীতে। ২০১১ সালে তিনি বিমান বাহিনী থেকে অবসর নেন। এরপর যোগ দেন ফারাক্কায়। সেখান থেকে আন্দামানে ৩ বছর কাটিয়ে কলকাতার গার্ডেনরিচে সিআইএসএফের হেড কনষ্টেবেল হিসাবে যোগ দেন। কয়েকদিন আগেই ভোটের ডিউটি করতে তাঁকে পাঠানো হয় ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়। সেখানে জওয়ানদের একটি মেসের দায়িত্ব ছিল তাঁর ওপর।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মহালয়ার সময় তিনি ৩ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। যৌথ পরিবার মুখোপাধ্যায় পরিবারের। দীনাঙ্করবাবু ছিলেন মেজো ছেলে। আগামী ১২ ও ২০ নভেম্বর ছত্তিশগড়ে ভোটের জন্য তাঁকে পাঠানো হয়েছিল সেখানে। তিনি ছিলেন দান্তেওয়াড়ার বাছেলি নামে এক পাহাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে বাজার সেরে একটি বাসে ফেরার সময় এই ল্যাণ্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় দীনাঙ্করবাবু। শুক্রবার বিকালে তাঁর মরদেহ তাঁর বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

Like Us On Facebook