.

বিনা মাস্ক বাজারে আসা ক্রেতা – বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নামল দুর্গাপুর মহকুমা প্রশাসন। এদিনের অভিযানে পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। সারা দেশের সঙ্গে রাজ্য বাড়ছে করোনার প্রকোপ। এর মধ্যেও দুর্গাপুর স্টেশন বাজারে বিনা মাস্কে আনাগোনা করছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। মহকুমাশাসকের নেতৃত্ব পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালানো হয়। মহকুমাশাসক অর্ঘপ্রসূন কাজী জানান, কোক ওভেন থানার পুলিশকে নিয়ে এই অভিযান চালানো হয়েছে। মাস্ক ব্যাবহার না করার জন্য প্রায় ১০-১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনেও এইভাবে অভিযান চলবে।

Like Us On Facebook