দুর্গাপুরের গর্ব এভারেস্ট জয়ী পরেশ নাথের মৃত্যু হয় এভারেস্ট অভিযানে গিয়ে। পরেশ নাথের এভারেস্ট জয়ের পর দুর্গাপুরের তরুণ প্রজন্মের মধ্যে পর্বতারোহণের মত অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে বহুগুন আগ্রহ বেড়েছে। দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পর্বতারোহণে দার্জিলিং-এর গোরখেতে অনুষ্ঠিত ২১ থেকে ২৭ মে পর্যন্ত নেচার স্টাডি ও অ্যাডভেঞ্চার ক্যাম্পে দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুল, ডিএভি মডেল স্কুল সহ বিভিন্ন স্কুলের প্রায় ৭০ জন ছাত্রছাত্রীদের এক বিশেষ দল প্রশিক্ষণ নিয়ে দুর্গাপুরে ফিরল শনিবার। এই ক্যাম্পে ছেলেমেয়েদের পর্বততারোহণের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

দুর্গাপুরের মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য পরেশ নাথ এভারেস্ট জয় করে প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে মারা যায়। পরেশ নাথের নির্মম মৃত্যুর পর অনেকের মনে ধারণা হয়েছিল পর্বতারোহণে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আগ্রহে এবার অনেকটাই ভাটা পড়বে। পিছিয়ে পড়বে দুর্গাপুর। কিন্তু সেই ধারণা পাল্টে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনে উল্টে পর্বতারোহণ অ্যাডভেঞ্চার ও নেচার স্টাডি নিয়ে নতুন উৎসাহ লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে অভিভাবকরাও নতুন উদ্যমে ছেলেমেয়েদের দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনে পর্বতারোহণের মত অ্যাডভেঞ্চার স্পোর্টসে প্রশিক্ষণ নিতে ভর্তি হচ্ছে। সংস্থার আধিকারিকরা জানান দুর্গাপুরের বিভিন্ন স্কুলের ৭০ জন ছাত্রছাত্রী এবছরের সামার ক্যাম্পে দার্জিলিং-এর গোরখেতে যোগ দিয়ে প্রশিক্ষণ নেয়। অভিভাবকরাও সঙ্গে গিয়েছিলেন ক্যাম্পে। পেশাগতভাবে ছেলেমেয়েরা যে পথই বেছে নিক অভিভাবকরা চায় জীবনের একঘেয়েমি কাটিয়ে পর্বতারোহণের মত অ্যাডভেঞ্চার স্পোর্টস সাথী হোক ছেলেমেয়েদের।

Like Us On Facebook