কাঁসার প্রতিমার পর এবার লোহার ছাঁটের প্রতিমা সংরক্ষণের দাবি জানাল দুর্গাপুরের পলাশডিহা তরুণ সংঘ দুর্গাপুজা কমিটির সদস্যরা।

দুর্গাপুর বুদ্ধবিহার-এর কাঁসার প্রতিমা সংরক্ষণ করতে চলেছে সরকার এই সংবাদ শোনার পর পলাশডিহা তরুণ সংঘের সদস্যরা তাদের লোহার ছাঁটের তৈরি প্রতিমা সংরক্ষণের দাবি জানাতে উদ্যোগী হল।

উদ্যোক্তারা জানান এবছর তারা পানাগড় সহ দুর্গাপুরের বিভিন্ন গ্যারাজ থেকে লোহার টুকরো ও গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ করেন এবং প্রতিমা শিল্পী সোমনাথ ব্যানার্জী এই প্রতিমা তৈরি করেন। এই প্রতিমা তৈরি করতে প্রায় ৬০,০০০ টাকা খরচ হয়েছে।

দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, “জেলা প্রসাসন বর্ধমান জেলায় একটি মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে। পুজো কমিটিগুলি প্রতিমা সংরক্ষণের আবেদন জানালে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব”।