Alloy Steel Plant(ASP) ও Durgapur Steel Plant(DSP)-এর বিলগ্নিকরণ রুখতে আজ ASP গেটে CITU বিক্ষোভ দেখায়। CITU-র দাবি কেন্দ্র সরকার রুগ্ন শিল্পের তকমা দিয়ে একে একে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দিচ্ছে। CITU নেতা ও দর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক সন্তোষ দেবরায় বলেন,”দেশে ১৭টি রুগ্ন শিল্প বন্ধ করা হবে ও ২২টি কারখানা বিলগ্নিকরণ করা হবে। আমরা জানতে পেরেছি ASP এর মধ্যে রয়েছে। এর পর DSP-তে কোপ পড়বে। প্ল্যান্ট বাঁচাতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কেন্দ্রের এই ষড়যন্ত্র রুখে ASP ও DSP-কে বাঁচাতেই আমাদের এই আন্দোলন”।