নাবালিকার অনিচ্ছা উপেক্ষা করেই বিয়ের চেষ্টা কাকার, বাধা দিতে গিয়ে খুন মেয়ের ঠাকুমা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার ভাতকুল্লা গ্রামে। বেশ কিছু দিন ধরেই ওই নাবালিকাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় সম্পর্কে কাকা বিদ্যুত মাজি নামে ওই যুবক।
কিন্তু ওই নাবালিকা বা দুই পরিবার কেউই সেই প্রস্তাব মেনে নেয়নি। উল্টে রবিবার রাতে বিদ্যুত মাজিকে মারধর করে তার বাবা। এরপরই হাঁসুয়া নিয়ে ওই নাবালিকার বাড়ি যায় বিদ্যুত। বারান্দায় শুয়ে থাকা নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্যুত। সে সময় ওই নাবালিকার ঠাকুমা আরতি মল্লিক বাধা দিলে বিদ্যুত তাঁর মাথায় হাঁসুয়ার কোপ মারে বলে অভিযোগ। বর্ধমান হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সোমবার মৃত্যু হয় ওই বৃদ্ধার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবক পলাতক।
Like Us On Facebook