আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর শাঁখারীপুকুর উৎসব মাঠে বর্ধমান পুরসভার বর্তমান পুর পরিচালন বোর্ডের শেষ পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে।
সোমবার সাংবাদিক বৈঠকে পুরপতি ডা. স্বরূপ দত্ত জানিয়েছেন, বর্তমান পুরবোর্ডের শেষ পৌর উৎসব এবারে অনুষ্ঠিত হতে চলেছে। কারণ আগামী বছরেই শেষ হচ্ছে বর্তমান পুরবোর্ডের মেয়াদ। এবছর পৌর উৎসবের উদ্বোধন করতে আসছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে হাজির থাকছেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুকুমার মুখার্জ্জী। উৎসব উপলক্ষ্যে উদ্বোধনের দিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে উইমেন অ্যান্ড হেল্থ শীর্ষক একটি আলোচনা সভাতেও তিনি মুখ্যবক্তা হিসাবে হাজির থাকবেন। এই সভায় পূর্ব বর্ধমান জেলার সমস্ত চিকিৎসকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর পৌর উৎসবের বাজেট ৩৫ লক্ষ টাকা। হচ্ছে ১৬০টি স্টল। এবারের উৎসবের থিম করা হয়েছে রাঢ় বাংলার পীঠস্থান পর্যটনে বর্ধমান। উৎসব উপলক্ষ্যে থাকছে বর্ধমানের বিভিন্ন দর্শনীয় স্থানকে কেন্দ্র করে একটি মডেল প্রতিযোগিতা এবং শহরের বিভিন্ন স্কুলকে নিয়ে নকল সংসদ প্রতিযোগিতাও। এছাড়াও প্রতিদিন স্থানীয় এবং বিশিষ্ট শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।