দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লীর এ-এক্সটেনশনে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করায় এলাকায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। মৃতের নাম রাজা প্রধান (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধের মামলায় জড়িত ছিল রাজা প্রধান। বাড়ির লোকজন সহ এলাকায় সকলেই আতঙ্কিত ছিল রাজা প্রধানকে নিয়ে। পরিবার সূত্রে জানা গেছে, নতুন পল্লীতে রাজার মামা বাড়ি। প্রায়ই মামা বাড়িতে এসে দিদিমার কাছে টাকা চাইত।রাজার দিদিমা দাবি মতো টাকা দিতে না পারলে দিদিমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাত রাজা। মামারা বা পড়শীরা বাধা দিতে এলেই তাদের কপালেও বিভিন্ন হুমকি জুটত। এই সব বিভিন্ন অভিযোগও রয়েছে রাজার বিরুদ্ধে। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বিভিন্ন অপরাধের দায়ে পুলিশের ভয়ে রাজা পালিয়ে বেড়াত। সূত্রের খবর, আজ দুর্গাপুর আদালতে এক অপরাধের মামলায় রাজার হাজিরা দেওয়ার কথা ছিল। রবিবার রাতে রাজা নতুন পল্লীর মামা বাড়িতে ফের আসে, কিন্তু সোমবার সকালে পড়শীরা তার ঝুলন্ত মৃতদেহ দেখে মামা বাড়ির কাছেই এক গাছে। পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।