বেহাল পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ভাই ফোঁটার দিন পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবককের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এসবি মোড় এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের অন্যান্য এলাকার মত দুর্গাপুর স্টেশন সংলগ্ন অন্যতম ব্যস্ত রাস্তার এসবি মোড়টিও বেশকিছু দিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শনিবার সকালে কোক ওভেন থানার সুভাষ পল্লীর বাসিন্দা শুভঙ্কর দত্ত বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে কিনতে এসে বেহাল রাস্তায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির তলায় পিষ্ট হয়ে প্রাণ হারান়। এই খবর সুভাষ পল্লীতে পৌঁছালে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যস্ততম এসবি মোড় এলাকার বেহাল রাস্তা সংস্কার করতে দুর্গাপুর নগর নিগম পিচের পরিবর্তে মাটির তাপ্পিই একমাত্র ভরসা। বর্ষায় সেই মাটি গলে গিয়ে ভাঙাচোরা রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাত্রীদের রাস্তা পারাপার করতে হচ্ছে। উৎসব মরসুমে বেহাল রাস্তায় পথ দুর্ঘটনায় বেশ কিছু মানুষ আহত হন এই এলাকায় অথচ দুর্গাপুর নগর নিগম কোন স্থায়ী সমাধানের চেষ্টা করছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।