দুর্গাপুরের স্টিল টাউনশিপ নাগার্জুন রোডের এক যুবককে মঙ্গলবার ভর সন্ধ্যায় সকলের সামনে জনা পাঁচেক দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় স্টিল টাউনশিপ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে অপহৃত ওই যুবকের নাম লাল্টু বীরবংশী। নাগার্জুন রোডের বাসিন্দা। নাগার্জুন রোডের বাড়িতে লাল্টু বীরবংশী স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। অপহৃত যুবক বিভিন্ন সামগ্রী কেনাবেচার এজেন্ট বলে স্থানীয় মানুষ জানান। লাল্টুবাবু ডিএসপির কোয়ার্টার কেনাবেচার কাজেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি করে পাঁচ দুষ্কৃতী এসে লাল্টু বীরবংশীকে বাড়ির কাছ থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে চম্পট দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় এক লটারি ব্যবসায়ী লাল্টুকে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়াতে গেলে ওই লটারি ব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। পরিবারের দাবি, লাল্টু কোন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়। তবে কি ব্যবসায়িক শত্রুতার কারণেই লাল্টু বীরবংশীকে অপহরণ করা হল? লাল্টু বীরবংশী অপহরণ কান্ডের রহস্য উন্মোচন করতে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?