বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় সংলগ্ন ২ নং জাতীয় সড়ক থেকে এক ব্যক্তিকে একটি স্করপিও গাড়িতে তুলে নিয়ে চম্পট দেওয়া হয় বলে অভিযোগ পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা ভিড়িঙ্গী মোড়ে কর্মরত সিভিক ভলান্টিয়ারকে এই খবর জানালে পুলিশ ঘটনাস্থলে এসে অপহৃত ব্যক্তির বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একইসঙ্গে অপহরণকারীদের ধরতে জোর পুলিশি তৎপরতা শুরু হয়। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে পুলিশ নাকা চেকিং শুরু করে।

এদিকে অপহৃতের বাইকের রেজিস্ট্রেশন নম্বর থেকে পুলিশ জানতে পারে অপহৃত ব্যক্তির নাম সেজামল সেখ। বর্তমানে দুর্গাপুরের কোক ওভেন থানার ভগৎ পল্লী এলাকায় বসবাস করছেন। তিনি আদপে মুর্শিদাবাদের জাঙ্গিপুর এলাকার বাসিন্দা। পাশাপাশি ভিড়িঙ্গী মোড় এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অপহরণে ব্যবহৃত স্করপিও গাড়িটির মালিকের সন্ধান পায় পুলিশ। গাড়িটি লাভপুরের বলে জানতে পারে পুলিশ। সঙ্গে সঙ্গে একটি পুলিশ টিম লাভপুর থানায় যায়। সেখানে গিয়ে স্করপিও গাড়ির মালিককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যে পুলিশ জানতে পারে লাভপুর এলাকার সেখ আনন্দ ওরফে সেখ আজাদ মাস খানেক আগে তাঁর স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়রি করেছেন। স্ত্রীর খোঁজ করতে গিয়ে সেখ আজাদ জানতে পারেন দুর্গাপুরের ভগৎ পল্লীর সেখ মণিরুল তাঁর স্ত্রীকে অপহরণ করেছেন। মণিরুলও আদপে মুর্শিদাবাদের জাঙ্গিপুর এলাকার বাসিন্দা। সেজামল এই মণিরুলের বন্ধু। সেজামলও আজাদের স্ত্রীকে অপহরণের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করে আজাদ। সেজামল রাজমিস্ত্রীর কাজ করেন। আজাদ সেজামলের মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁকে কাজের টোপ দিয়ে ভিড়িঙ্গী মোড়ে ডাকে। বাইক নিয়ে সেজামল সেখানে এলে ওই স্করপিও গাড়িতে তাঁকে তুলে নিয়ে চম্পট দেয় আজাদ এবং তাঁর সঙ্গীরা।

এদিকে, অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ লাভপুর থেকে সেখ আজাদ ও জানমহম্মদ কাজীকে গ্রেফতার করে বহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলে। আদালত ধৃতদের সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। জানা গেছে, ধৃতরা সেজামলকে অপহরণের কথা স্বীকার করেছেন। আজাদ তাঁর স্ত্রীকে অপহরণের কান্ডে যুক্ত থাকার সন্দেহে সেজামলকে অপহরণ করেছেন বলে জানান। আজাদ বলেন, ‘সেজামল সেখের বন্ধু মণিরুল ইসলাম আমার স্ত্রীকে অপহরণ করেছে। এবং সেজামল সেখও ওই অপহরণের ঘটনায় জড়িত তাই সেজামলকেকে আমি গতকাল অপহরণ করেছি।’ তবে অপহৃত কোথায় আছেন সে ব্যাপারে কোন কথা বলতে চাননি আজাদ। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে অপহৃত সেজামলের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook