সোমবার বিকেলে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানের কাছে গ্যাস ক্যানেল পাড়ের এক স্থানীয় যুবক জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে যুবকের দেহ জলে তলিয়ে যায় বলে জানা গেছে। নিখোঁজ যুবকের নাম আকাশ হাঁড়ি (২৫)। স্থানীয় বীরভানপুরের আমবাগানের বাসিন্দা।
আকাশ হাঁড়ির পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেল তিনটা নাগাদ মোবাইল সারানোর নাম করে আকাশ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে আকাশ গ্যাস ক্যানেলের পাড় থেকে জলে ঝাঁপ দেয়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ আকাশের খোঁজে জোর তল্লাশি চালায়। কিন্তু খবর সংগ্রহ করা পর্যন্ত আকাশের খোঁজ পাওয়া যায় নি বলে জানান স্থানীয় মানুষজন। আকাশের পরিবারের দাবি, কোন পারিবারিক অশান্তি নেই পরিবারে। তবু আকাশ কেন আত্মহত্যার পথ বেছে নিল তা তাঁরা বুঝতে পারছেন না। রহস্যজনক এই মৃত্যুর রহস্য উন্মোচন করতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।