জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বুদবুদের সাকুড়ি গ্রামে দুই পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় রবিবার রাত থেকে। সোমবার সকালেও দুই পাড়ার মধ্যে ফের সংঘর্ষ বাধলে প্রায় ৭০ টি বাড়ি ভাঙচুর এবং এই ঘটনায় ১০ জনের অধিক গ্রামবাসী আহত হন বলে অভিযোগ। খবর সংগ্রহ করতে সংবাদ মাধ্যমকেও প্রথমে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গোটা এলাকা থমথমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুদবুদের সাকুড়ি গ্রামে বাগদি পাড়ার মানুষজন নন্দ উৎসব শেষে রবিবার বিকেলে মাইক বাজিয়ে ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা বের করেন। সেই সময় ঘোষ পাড়ার কয়েক জন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। মাইকের শব্দে গরুগুলি ভয় পেয়ে ছোটাছুটি করতে পারে এই আশঙ্কায় বাগদি পাড়ার লোকজন ঘোষ পাড়ার লোকদের গরুগুলি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বাগদি পাড়ার মানুষজনের অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পরেই রবিবার রাতে ঘোষ পাড়া পাড়া থেকে প্রচুর লোকজন এসে বাগদি পাড়ায় হামলা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। বাগদি পাড়ার মানুষজনের অভিযোগ, সোমবার ভোরে ফের ঘোষ পাড়া থেকে প্রচুর লোকজন এসে বাগদি পাড়ায় ব্যাপক ভাঙচুর করে ও মারধর করে। এরপরেই পরিবেশ উতপ্ত হয়ে উঠে। গোটা এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অভিযোগ, বাগদি পাড়ার প্রায় ৭০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ঘটনায় দশ জন জখম হয়েছেন।


Like Us On Facebook