বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার পানাগড় গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ নাগ(৩৭) রবিবার দুপুরে তাঁর নিজের বাড়ি লাগোয়া দোকানে কাজ করছিলেন। সেই সময় ইলেক্ট্রিকের তারে তাঁর হাত লেগে যায়। বাড়ির সদস্যরা তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Like Us On Facebook