পোস্তর দামে ছ্যাঁকা। কিন্তু সেই পোস্তকেই হাতিয়ার করে এবার নাগরিকদের সচেতন করতে পথে নামল মেমারির পল্লীমঙ্গল সমিতির সদস্যরা। সোমবার বিকেলে বর্ধমান শহরের কার্জন গেটের সামনে ট্রাফিক আইন মেনে মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরে মোটরবাইক চালালেই তাঁদের হাতে তুলে দেওয়া হল বিনামূল্যে ৫০ গ্রাম পোস্ত।
এদিন পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানিয়েছেন, নাগরিকদের সচেতন করতেই তাঁরা ৫০ জন মোটরবাইক আরোহীকে ৫০ গ্রাম করে পোস্ত তুলে দিলেন। এর মূল লক্ষ্য রাস্তায় যেমন হেলমেট না পড়ে বের হলে বিপদ হতে পারে, তেমনই করোনার হাত থেকে রক্ষা পেতে মুখে মাস্ক ছাড়া রাস্তায় বের হলে বিপদ আসতে পারে – সেটাই বোঝানোর চেষ্টা করলেন তাঁরা। তিনি জানিয়েছেন, এর আগেও তাঁরা যখন আলু, পিঁয়াজ, পেট্রোল, সর্ষের তেলের দাম বাড়ার সময় একইভাবে তাঁরা সেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছিলেন নীরব প্রতিবাদ হিসাবে। এদিন পোস্ত তুলে দেওয়ার মধ্যেও সেই নীরব প্রতিবাদ জানালেন তাঁরা। যেহেতু পোস্তর দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে – তাই পোস্ত দেওয়ার মধ্যে দিয়ে তাঁরা সেই নীরব প্রতিবাদ জানালেন।