কর্মজীবনের প্রথম দিনে কাজে যোগদান করে আর বাড়ি ফেরা হল না দুর্গাপুরের ডিটিপিএস এলাকার বাসিন্দা রাহুল ঘোষের। রাহুল ঘোষের বয়স মাত্র আঠারো বছর। পড়ুয়া রাহুল বাবা-মায়ের অচল সংসারের হাল ধরতে কার্যত লুকিয়ে বুধবার দুর্গাপুরের অঙ্গদপুরের একটি বেসরকারি কারখানায় সামান্য টাকার বিনিময়ে ঠিকা শ্রমিকের‌ কাজে যোগ দেয়। প্রথম দিনের কাজ। অচেনা পরিবেশ কারখানায়। কিছু বুঝে ওঠার আগেই প্রবল বৃষ্টিপাতের সময় অঙ্গদপুরের ওই কারখানায় তড়িতাহত হয়ে মৃত্যু হয় রাহুলের বলে অভিযোগ। এই খবর রাহুলের বাড়িতে পৌঁছাতেই রাহুলের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

মা কাজল ঘোষ কাঁদতে কাঁদতে বলে ওঠেন, ‘আমরা কোনদিনই ওকে কাজ করতে যেতে বলিনি। আমাদের এতো কষ্ট তাও ছেলেকে পড়াশোনা করতে বলি আমরা সব সময়। রাহুল আমাদের না জানিয়ে কাজে যোগ দেয়’। ছেলেকে হারিয়ে কপাল চাপড়াতে থাকে রাহুলের মা। খবর পেয়ে রাহুলের বাড়িতে ছুটে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। বিশ্বনাথবাবু শোকস্তব্ধ রাহুলের পরিবারকে সমবেদনা জানান এবং কারখানা থেকে যত শীঘ্র সম্ভব আর্থিক ক্ষতিপূরণ দেওয়ানোর আশ্বাস দেন।

Like Us On Facebook